ঢাকা-আরিচা মহাসড়কে নানা ব্যবস্থা গ্রহণেও দুর্ঘটনা ঘটছে

Accident দুর্ঘটনারিপোর্টার, এবিসি নিউজ বিডি, মানিকগঞ্জঃ দুর্ঘটনা রোধে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কোটি কোটি টাকা খরচ করে বিপদজনক বাক সোজা করণ ও রোড ডিভাইডার নির্মাণসহ নানা ব্যবস্থা গ্রহণের পরেও সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। যোগাযোগ মন্ত্রীর ঘোষণা দেওয়া নিরাপদ ঢাকা-আরিচা মহাসড়ক আবারও মরণফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক মাসে মহসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় মারা গেছেন ২৬ জন, আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। জানা যায়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক হচ্ছে ঢাকা-আরিচা মহাসড়ক। প্রশাসনকে ম্যানেজ করে নিয়ম-নীতি না মেনে বেপরোয়া ও লাইসেন্সবিহীন হাজারো অবৈধ যানবাহন চলাচল করছে এ মহাসড়কে। ফলে প্রতিনিয়তই ঘটছে সড়ক দূর্ঘটনা। ৯ জুন সোমবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী নামক স্থানে ধান বোঝাই ট্রাক উল্টে গিয়ে খলিলুর রহমান, ছয়ড়া হোসেন ও হামিদুল নামের তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। গত ৭ জুন শনিবার দুপুরে উক্ত মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবলীগ নেতা রুবেল ও সবজেল। গত ৬ জুন শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দুলালী রাণী সরকার ও তার স্বামী শরীয়তপুর জেলা মৎস কর্মকর্তা দয়াল চন্দ্র সরকার নিহত হন। একই দিন মহাসড়কের বলিয়ারপুর এলাকায় একটি মাইক্রোবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাইক্রোবাসের যাত্রী গোলাম মর্তূজা ও আতাউর রহমান। গত ২ জুন মানিকগঞ্জ-গাবতলী আঞ্চলিক সড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের কাছে এক ট্রাকের হেলপার ও ড্রাইভার নিহত হন। গত ২৭ মে মহাসড়কের সাটুরিয়া উপজেলার দোতরা নামক স্থানে ঢাকাগামী এক যাত্রীবাহী বাসের চাপায় ব্যবসায়ী সুরুজ শিকদার নিহত হন। একই উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এনএনবি পরিবহণের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান মধুমালা নামের এক নারী। এর এক মাস আগে সিএনজি উল্টে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হন। গত ২৫ মে মহাসড়কের মুলজান নামক স্থানে মোটরসাইকেল আরোহী মতিউর রহমান লিটন নিহত হন। গত ২২ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে গাড়িচাপায় ফাতেমা নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হন। গত ২০ মে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই এলাকার ডাউটিয়ায় শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে জাহানারা, রওশন আরা ও অর্চণা রাণী নামের তিন নারী শ্রমিক নিহত হন। গত ১৪ এপ্রিল ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকায় বাসের চাপায় বাহারুল ইসলাম ও সুমন হোসেন নামের দুই কলেজ ছাত্র নিহত হন। গত ৬ এপ্রিল মানিকগঞ্জের চকমিরপুর এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র তৌহিদুল নিহত হয়। গত ১লা মার্চ দুপুরে মহাসড়কের ঘিওর উপজেলার মুন্নু মেডিকেল কলেজের সামনে বাসের চাপায় নাসিম মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এছাড়া ২৮ জানুয়ারি উথলীর বাসাইল এলাকায় সঞ্জয় সাহা নিহত হন। গত ১৪ জানুয়ারি মহাসড়কের মুলজান নামক স্থানে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র রনি ও সজিব নিহত হন। মানিকগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালে ঢাকা-আরিচা মহাসড়কে ৫১৭টি দুর্ঘটনায় মারা যান ৯৬ জন আহত হন ৪২১ জন। ২০১২ সালে ১৪১টি দুর্ঘটনায় নিহত হন ৩৯ জন এবং আহত হন ১১০জন। ২০১৩ সালে ১০৮টি দুর্ঘটনায় মারা যান ১৮ জন এবং আহত হন ১০৪ জন। বিশেষ করে ২০১০ সালের ৩১ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া সড়কের উথলী মোড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম, বিসিকের চেয়ারম্যান অতিরিক্ত সচিব সিদুক্কুর রহমান এ দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। ২০১১ সালের ১৩ আগস্ট মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন বিখ্যাত চলচিত্রকার তারেক মাসুদ ও মিশুক মুনীর। এদের মৃত্যুর পর শুরু হয় অব্যহত নাগরিক আন্দোলন। এ আন্দোলনের প্রেক্ষিতেই ২৫ কোটি টাকা ব্যয়ে মহাসড়কের ১১টি দুর্ঘটনা প্রবণ বিপদজন বাক সোজা করণ, রাস্তার মাঝে রোড ডিভাইডার নির্মাণ করা হয়। এতে দুর্ঘটনা কিছুটা কমে আসলে গত ১৯ আগস্ট ২০১৩ সালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী মোড়ে নির্মাণকৃত ইন্টারসেকসন কাজের উদ্বোধন কালে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এক সময়কার মরণফাঁদ ঢাকা-আরিচা মহাসড়ক এখন নিরাপদ সড়কে পরিণত হয়েছে। কিন্ত গত কয়েক মাস ধরে হঠাৎ করে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মন্ত্রীর ঘোষণা দেওয়া সেই নিরাপদ সড়ক এখন আবার মরণফাঁদে পরিণত হয়েছে। এ ব্যপারে মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মেহেদী হাসান বলেন, বেশীরভাগ লোকাল বাস ও মোটরসাইকেলের চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই। এরা ট্রাফিক আইন সম্পর্কে জানেনা। মহাসড়কে এসব মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলোর অদক্ষ চালকদের ওভারটেক করার মানসিকতা এবং বেপরোয়া চলাচলের কারণেই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ