জিল্লুর রহমান ছিলেন নিরপেক্ষ দর্শক: পাপন
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তাই বলে ফুটবলে আসক্তি কম নেই নাজমুল হাসান পাপনের। এবারের বিশ্বকাপে সেমিফাইনাল আর ফাইনালের টিকিটও কেটে রেখেছেন তিনি। তার প্রিয় দল ব্রাজিল যদি সেমিফাইনালে পৌঁছে তাহলেই কেবল ব্রাজিল যাবেন তিনি। সাক্ষাৎকারে পাপান জানালেন, ‘বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের টিকিট কাটা আছে। প্রিয় দল ব্রাজিল সেমিফাইনালে পৌঁছালে ব্রাজিলগামী বিমানে উঠব, নাহলে এতদূর যাব না আর।’ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান নাকি ছিলেন নিরপেক্ষ দর্শক। বিশ্বকাপের আগে বাবার স্মৃতি হাতড়ে পাপন জানালেন, ‘একনিষ্ঠ ফুটবল পূজারি ছিলেন বাবা। বলতে পারেন তিনি ছিলেন নিরপেক্ষ দর্শক। রাত জেগে বিশ্বকাপের খেলা দেখায় তার কোনো অনীহা ছিল না। তবে ক্রিকেট তার খুব একটা পছন্দের খেলা ছিল না। খেলাটা দেখতেই শুরু করেছিলেন রাষ্ট্রপতি হওয়ার পরে। সেই আমি তার ছেলে এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট!’ ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপ জিতে না পারায় কষ্টে ভঙ্গে পড়েছিলেন পাপন। তবে সেই বিশ্বকাপেই আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনার খেলার ভক্ত হয়ে পরেন তিনি। জানালেন সেটাও, ‘জিকো-সক্রেটিসের ব্রাজিলের খেলা জাদুর মতো টানতো আমাকে। কিন্তু সেবার ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তারা দুজনই পেনাল্টি মিস করে বসলেন। সেই বিশ্বকাপে আমি ডিয়েগো ম্যারাডোনার প্রেমে পড়ে যাই। তার ফুটবল-ক্যারিশমায় বাংলাদেশের অনেক লোক তখনই দল বদলে আর্জেন্টিনায় যোগ দেন! তবে আমি ব্রাজিলিয়ান ভক্তই রয়ে গেছি। আর ভক্ত হয়ে গেছি ম্যারাডোনার।’