পুঁজিবাজার বান্ধব বাজেটের দাবিতে মানববন্ধন
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পুঁজিবাজার বান্ধব বাজেটের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে এ মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। মানববন্ধন থেকে বাজেটে পুঁজিবাজারের জন্য সুস্পষ্ট প্রণোদনা, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সব কমিশনারদের পদত্যাগসহ ১৩ দফা দাবি জানানো হয়। মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, বাজারের বর্তমান অবস্থার জন্য গণহারে আইপিও অনুমোদন এবং বাংলাদেশ ব্যাংকের কিছু সিদ্ধান্ত দায়ী। তারা বলেন, আইপিও অনুমোদনের জন্য একটি সিন্ডিকেট তৈরি হয়েছে। যারা অর্থের মাধ্যমে অযোগ্য কোম্পানির অনুমোদন দিয়ে যাচ্ছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। মানবন্ধনে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, ‘পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত ফিন্যান্সিয়াল রিপোটিং অ্যাক্ট পাস করতে হবে। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ এবং ব্যাংক ঋণে জর্জরিত বিনিয়োগকারীদের সুদ সম্পূর্ণ মওকুফ করতে হবে। বাইব্যাক আইন পাস করতে হবে। শুধু আইন পাস করলেই চলবে না।’ অস্থিতিশীল বাজারে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত, ওটিসি মার্কেটের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানান বিনিয়োগকারীরা।