ব্রাজিলের অনুশীলনেই ৬৭ লাখ ডলার!

Brazil Flag ব্রাজিল পতাকাস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ব্রাজিলিয়ান কোচ লুই ফেলিপ স্কোলারির সব কাজের মধ্যেই একটা মনোবিদ মনোবিদ ব্যাপার রয়েছে৷ ছাত্রদের তিনি কখনও বলছেন, মৃত্যুপথযাত্রী কিশোরের সঙ্গে সময় কাটাতে৷ কখনও প্রতিবন্ধী শিশুকে আনছেন শিবিরে৷ নেইমাররা তার ছবি তুলে দিচ্ছেন৷ প্রকাশ্যে স্কোলারি বলছেন, ‘আমি এ সব কিছুই জানি না৷ যা করার করছে ফুটবলাররাই৷’ তবে সবাই জানে, কার মাথা থেকে বেরিয়েছে এই ভাবনা৷ মনে আছে তো, ১২ বছর আগে বিশ্বকাপের প্রস্ততির আগে যে চার্চে গিয়েছিলেন, যেদিন শুরু করেছিলেন, এবারও সেই ভাবেই শুরু করেছেন স্কোলারি৷ ব্রাজিলিয়ান ফুটবলাররা যেখনে অনুশীলন করছেন সেই তেরেসোপোলিস শহরকে অনেকে বলেন ব্রাজিলের পার্বত্য রাজধানী। তেরেসো ক্রিস্টিনা ছিলেন ব্রাজিল সম্রাজ্ঞী৷ তার নামে চার দিকে অনেকগুলো অদ্ভুত দর্শন পাহাড়চুড়ো৷ তার মধ্যে একটা বাঁ হাতের তর্জনির মতো বলে, নাম দেদো দে দেউস৷ মানে ঈশ্বরের তর্জনি৷ ঈশ্বর ভক্ত স্কোলারির পক্ষে আদর্শ জায়গা৷ ব্রাজিল ফেডারেশনের ডেরা আসলে তেরেসোপোলিসের এক কোণে৷ জায়গাটার নাম গ্রাঞ্জা কোমারি৷ ব্রাজিল ফুটবল সংস্থা এই জায়গাটা কিনেছে ১৯৭৮ সালে৷ বিশ্বকাপের আগে প্রতিবার শিবির হয় এখানেই৷ এবার জায়গাটাকে আরও আধুনিক করতে খরচ হয়েছে ৬৭ লাখ ডলার। অর্থাৎ নেইমারদের অনুশীলনের জায়গাটার জন্যই খরচ হয়েছে কেবল ৬৭ লাখ ডলার। গোটা পাঁচেক মাঠের মধ্যে টিলার উপরে সিবিএফ দফতর৷ ধাপে ধাপে সিঁড়ি উঠে গিয়েছে৷ চারদিকের সবুজের মধ্যে সাদা রং-বেশ ঐশ্বরিক দেখায়৷ ওখান দিয়েই প্রতিদিন ওঠানামা করেন স্কোলারি৷ ’৭০ বিশ্বকাপের দারিও সান্তোস পেলের আমলে বলতেন, ‘আমি ফুটবল খেলি না, গোল করতে জানি৷ গোল করার ব্যাপারে এত মনোযোগ দিতাম যে ফুটবল খেলাটাই শিখিনি৷’ স্কোলারিও তো এ ধরনের কথাই বলে থাকেন৷ সুন্দর ফুটবল জোগো বোনিতোর দরকার নেই। শিরোপা চাই! স্কোলারির হাত ধরে সেই ষষ্ঠ শিরোপর দেখা পাবে তো ব্রাজিল?

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ