থাই সুন্দরীর পদবি প্রত্যাহারের ঘোষণা

Thailand Miss Universআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ওয়েলুরে দিদসেইয়াবুট (২২) নামে সুন্দরী তার ‘মিস ইউনিভার্স অব থাইল্যান্ড’ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা তার সমালোচনা করার পরই সোমবার তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, এক মাসের চেয়ে কম সময়ে আমার অধীনে থাকা ‘মিস ইউনিভার্স’ প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। তিনি বলেন, লাল শার্ট পরিহিত সমর্থকরা আমার বিরুদ্ধে সমালোচনা করেছে, যারা কিছুদিন আগে থাইল্যান্ডে সরকার পতনের আন্দোলন করেছিল। এর একমাস আগে ওয়েলুরের ফেসবুকে তিনি লেখেন, আমি ওই সমস্ত খারাপ কর্মীদের প্রতি খুবই রাগান্বিত, যারা সরকার পতনের অন্দোলন করছিল। আমি মনে করি তাদের মৃত্যুদণ্ড কার্য কর করা উচিৎ। তার এমন মন্তব্যের জবাবে অনেকে বলেন, থাইল্যান্ডে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় তার অংশ গ্রহণ করা উচিৎ ছিল না। সুন্দরী রানীদের শান্তির কথা বলা উচিৎ। আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড কার্যইকর করা উচিৎ-এমনটি বলা উচিৎ নয় তার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ