এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়: ইসি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবিধানিক প্রতিষ্ঠান ইসির অসহায়ত্বের কথা জানিয়ে বলেছেন, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের পূর্বে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতে পারলেও আইন অনুযায়ী নির্বাচনের পর কমিশনের কিছু করার থাকে না। কেবল স্পিকার অনুমতি দিলে সেক্ষেত্রে কমিশন ব্যবস্থা নিতে পারে। নির্বাচনের আগে হলফনামার তথ্য যাচাই প্রসঙ্গে কমিশনার বলেন, নির্বাচনের পূর্বে স্বল্প সময়ে প্রার্থীদের দেওয়া তথ্য যাচাই করার সুযোগ থাকে না। তবে, কেউ অভিযোগ করলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, হলফনামা মূলত মহামান্য আদালতের একটি নির্দেশনা। এখানে বলা হয়েছে, যিনি প্রার্থী হবেন তার আটটি তথ্য ভোটারদের জানাতে হবে। তথ্যের সত্যতা প্রসঙ্গে তিনি বলেন, এখানে কমিশন ধরে নেয়, প্রত্যেক প্রার্থী দায়িত্ব নিয়ে তার সঠিক তথ্যগুলো হলফনামায় উল্লেখ করবেন। তাই নির্বাচনী আইনে বিষয়টি নিয়ে যাচাই করার বিধান রাখা হয়নি। সম্প্রতি ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে হলফনামার তথ্য গোপন করার অভিযোগে উচ্চ আদালতে রিট পিটিশন করে তার সংসদ সদস্যপদ কেন অবৈধ হবে না জানতে চেয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র পাওয়ার পরই কমিশন সিদ্ধান্ত নেবে। তবে অবশ্যই আমরা আদালতের দেওয়া রুলের জবাব দেব।