বিদেশি বন্ধুদের নতুন ক্রেস্ট দেওয়া হবে

Freedom Fighter Crest মুক্তিযোদ্ধা পদকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের নতুন ক্রেস্ট দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

ক্রেস্টে অনিয়ম নিয়ে আইনজীবী মনজিল মোরসেদের আইনি নোটিশের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার পাঠানো এক চিঠিতে এ কথা বলা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘উপরোক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো বিষয়টি সংসদীয় উপকমিটির তদন্তাধীন আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সরবরাহ করা কোম্পানিকে পরিশোধিত বিল পুনরুদ্ধার এবং নতুন ক্রেস্ট তৈরি করে বিদেশের বাংলাদেশের হাইকমিশন ও রাষ্ট্রদূতের মাধ্যমে বিদেশি বন্ধুদের প্রদান করা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।’

গত ১৯ মে আইনজীবী মনজিল মোরসেদ এ বিষয়ে আইনি নোটিশ পাঠান। এ ব্যাপারে জানতে চাইলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ আজ মঙ্গলবার এবিসি নিউজ বিডিকে জানান, গতকাল সোমবার তিনি আইনি নোটিশের জবাব পেয়েছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ