জাপার নিবন্ধন বাতিলের হুঁশিয়ারি ইসির

jatiya-party logo জাতীয় পার্টিসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ১৫ দিনের সময় বেধে দিয়ে জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনী ব্যয় বিবরণী জমা দিতে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে বিবরণী জমা দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী দলটির নিবন্ধন বাতিল করবে বলে নিশ্চিত করেছেন ইসি সচিবালয় নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন। নির্বাচন কমিশন সচিবালয় এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে প্রস্তুত করেছে। কয়েক দিনের মধ্যেই চিঠিটি জাপা বরাবর পাঠানো হবে বলে জানা গেছে। ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১২টি দলের মধ্যে ১১টি দল ইতোমধ্যে নির্বাচনী ব্যয় জমা দিয়েছে। এর মধ্যে সাতটি দল সময় মতো এবং ক্ষমতাসীন আওয়ামী লীগসহ চারটি দলকে সতর্ক করে চিঠি দেওয়ার পর ব্যয় বিবরণী জমা দেয়। উল্লেখ্য, সতর্ক করে চিঠি দেওয়ার পর গত বুধবার ৫ জুন নির্বাচনে অংশ নেওয়া দলের ব্যয় বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল। ২৩ এপ্রিলের মধ্যে রাজনৈতিক দলগুলো ব্যয় বিবরণী জমা না দেওয়ায় গত ৪ মে ইসি ১২টি রাজনৈতিক দলকে সতর্কীকরণ নোটিশ দিয়েছিল। চিঠির পরিপ্রেক্ষিতে ১১টি দল ব্যয়ের হিসাব জমা দিলেও জাতীয় পার্টি দেয়নি। যে ১১টি দল ব্যয়ের হিসাব জমা দিয়েছে সেগুলো হলো, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন, বিএনএফ, জাতীয় পার্টি-জেপি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, আইন অনুযায়ী ১৫ দিন সময় দিয়ে ইসি জাতীয় পার্টিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেকোনো সময় জাতীয় পার্টি বরাবর চিঠি পাঠানো হবে। দলটি নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ