চরফ্যাশনে বাস দুর্ঘটনায় নিহত ৬

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ভোলাঃ ভোলার চরফ্যাশনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাটের লোকজনকে চাপা দিলে ৬ জন নিহত হন। আহত হন আরও ২৫ জন। মঙ্গলবার রাত ৮টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাদিছুর রহমান (৬৫), কাঞ্চন মিয়া (৪২), আনিছুর রহমান (৫৫), হাবিব (৫০), সাইফুল ইসলাম (৩৫) ও আমির হোসেন (৩৭)। এরমধ্যে নিহত কাঞ্চন উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের আব্দুল লতিবের ছেলে। আহতদের মধ্যে হেলাল (১৮), বাবুল (১৫), আবদুল হাই (২৫), রিয়াজ (২৩), সোহেল (২২), সাদ্দাম (২৫) খালেক (৩২), মাহাবুব (২৮), টিপু (২১), ফিরোজ (৫০) ও সাইফুল (২৭) এর নাম প্রাথমিক ভাবে পাওয়া গেছে। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় পর পর বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ওই সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার সময় বিক্ষুদ্ধ জনতা ফায়াস সার্ভিসের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী শুভ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ভোলা-চরফ্যাশন সড়কের জনতা বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের হাটের লোকজনকে চাপা দেয়। এতে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ৩ জন। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরো দুইজন মারা যান। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১০টায় ভোলা-চরফ্যাশন সড়কটি প্রায় দশ হাজার জনতা অররোধ করে রেখেছে। ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ও চরফ্যাশন থানার ওসি আবুল বাসারসহ বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ