শৈলেনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে দুদক
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দুর্নীতি মামলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিঞার এপিএস সোমেন্দ্রলাল চন্দ্র শৈলেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকাল সাড়ে ১০টায় শাহবাগ থানা থেকে দূদক কার্যালয়ে তাকে নিয়ে আনা হয়। দূদকের উপপরিচালক একে এম মেজবাউদ্দিন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে ৯ দিনের রিমান্ড মুঞ্জর করেন আদালত। বুধবার রিমান্ডের প্রথম দিনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, ক্ষমতার অপব্যাবহার করে জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ করে তার বিরুদ্ধে মামলা করেছিলো দুদক।