জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে: প্রধান

prodhan প্রধানসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এই সরকারের অত্যাচারে দেশের জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গুম খুন, বিচার বিভাগ, সাংবাদিকদের স্বাধীনতা, বাজেটে গার্মেন্টস কর্মীদের বিশেষ বরাদ্দের দাবিতে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। জাগপা এ মানববন্ধনের আয়োজন করে। বিচার বিভাগের কাছে দাবি জানিয়ে প্রধান বলেন, ‘আপনারা জনগণের কাছে নিরপেক্ষ আচরণ করে বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করুন।’ তিনি সরকারের কাছে গার্মেন্টস শ্রমিকদের প্রতিরক্ষা খাতে বিশেষ বরাদ্দ দেবারও দাবি জানান। দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশকে হিন্দুস্থানের হাত থেকে রক্ষা করা না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।’ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ