শিগগিরই সংলাপ, নইলে আন্দোলন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিতে শিগগিরই সংলাপ না হলে আন্দোলনে নামা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘২০১৯ সালের আগে সংলাপ নয়’ আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের আগে আওয়ামী লীগ এমন কথা বলেছিলো। পরে অস্কার ফার্নান্দেজ তারানকোর সফরের পর তারা দুই দফা সংলাপে বসে। যদিও তা ফলপ্রসূ হয়নি। তাদের এই ধরণের বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করেছে।’ দেশের চলমান সংকট উত্তরণে সংলাপ অনস্বীকার্য উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সব দলের অংশগ্রহনে নির্বাচন নিশ্চিত করতে সংলাপ করতে হবে। অন্যথায় আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।’ এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।