র‌্যাবের আটক ১৪ সদস্যকে ক্যাম্পে হস্তান্তর

rab logoরিপোর্টার, এবিসি নিউজ বিডি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ডাকাত সন্দেহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) ১৪ জন সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তাঁদের হস্তান্তর করেছে পুলিশ।

শিবালয়  সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওহিদুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল মুঠোফোনে দাবি করেন, ‘ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। তেমন কিছুই না।’

এলাকার লোকজন ও পুলিশের ভাষ্য, উপজেলার আরোয়া ইউনিয়নের শালজানা গ্রামে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বেসামরিক পোশাকে র‌্যাবের ১৪ জন সদস্য প্রবেশ করেন। ডাকাত সন্দেহে তাঁদের আটক করে গ্রামবাসী। খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর গ্রামবাসীর কাছ থেকে র‌্যাবের সদস্যদের শিবালয় থানায় নিয়ে আসে পুলিশ।

শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওহিদুজ্জামান বলেন, ‘আজ সকাল আটটার দিকে র‌্যাব-৪-এর ইনচার্জ ফয়জুল ইসলাম মণ্ডলের কাছে ওই ১৪ জনকে হস্তান্তর করা হয়েছে।’

র‌্যাবের ওই সদস্যরা কী উদ্দেশ্যে এবং কেন সাদা পোশাকে গভীর রাতে গ্রামটিতে গিয়েছিলেন— এমন প্রশ্নের জবাবে র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পের কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল দাবি করেন, ‘আমি কিছুই জানি না। হেডকোয়ার্টার থেকে তাঁদের পাঠানো হয়েছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ