ইন্টারনেটের মূল্য নির্ধারণ নিয়ে বিটিআরসিতে আলোচনা

ICT Movement Photo (05-06-2013)ইন্টারনেটের মূল্য নির্ধারণ নিয়ে বিটিআরসিতে আলোচনা
শাহবাগে উন্মুক্ত মূল্যহার নির্ধারণী সভায় সকলের কাছ থেকে প্রস্তাব গ্রহণ
বিটিআরসি কার্যালয়ে ১২ জুন থেকে লাগাতার গণঅবস্থান

তথ্যপ্রযুক্তি আন্দোলনের প্রখরতার প্রেক্ষিতে আজ ০৫ জুন বুধবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিস্টিম অ্যান্ড সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার গোলাম মাওলা ভুইয়া তথ্যপ্রযুক্তি আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার নির্ধারণ প্রসঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। আন্দোলণকারীরা শাহবাগে সাধারণ সভা ডাকার পর পরই এ বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেয় বিটিআরসি।
তথ্যপ্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক জুলীয়াস চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরামের সাধারণ সম্পাদক শার্দুল আহমেদ সেনা, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ও আইসিটি অব বাংলাদেশ- ইয়াহু গ্রুপের মডারেটর এম.এ. কবির, জাগো যুবকের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, সঙ্গীত পরিচালক রেজা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রিগেডিয়ার গোলাম মাওলা ভুইয়া গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার নির্ধারণে তথ্যপ্রযুক্তি আন্দোলনের দাবি- মূল্যহার এবং প্রাসঙ্গিক বিষয়ে লিখিত প্রস্তাব চান। ওই প্রস্তাব নিয়ে বিটিআরসি ইন্টারনেট অপারেটরদের সঙ্গে নেগোসিয়েশন করবেন এবং এর জন্য সময় লাগবে বলে জানান।
জুলীয়াস চৌধুরী ব্রিগেডিয়ার গোলাম মাওলা ভুইয়াকে পরিষ্কার ভাষায় জানান, গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার নির্ধারণে বিটিআরসিকে গত সাড়ে ৫ বছর সময় দেয়া হয়েছে। আর নয়। তথ্যপ্রযুক্তি আন্দোলনের প্রস্তাবকৃত গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার ১২ জুনের আগেই বিটিআরসিকে ঘোষণা করতে হবে।
বিটিআরসিতে প্রস্তাবের জন্য গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্যহার নির্ধারণে সকলের কাছ থেকে প্রস্তাব গ্রহণ করছে তথ্যপ্রযুক্তি আন্দোলন। গ্রাহকগণ ১ মেগাবাইট কত পয়সায় এবং ১ গিগাবাইট কত টাকায় চান- তা জানতে চাওয়া হয়। তথ্যপ্রযুক্তি আন্দোলনের ফেসবুক পেইজ ও ইভেন্টের মাধ্যমে সকলের কাছ থেকে প্রস্তাব নেয়া হচ্ছে। এ বিষয়ে ‘উন্মুক্ত মূল্যহার নির্ধারণী সভা’ আজ ০৫ জুন ২০১৩ খৃস্টাব্দ বুধবার বিকেল ৩টায় শাহবাগ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হয়ে শতাধিক ইন্টারনেট গ্রাহক ও নাগরিকগণ গ্রাহক পর্যায়ের ইন্টারনেটের মূল্যহার প্রস্তাব করেন। তথ্যপ্রযুক্তি আন্দোলনের ফেসবুক পেইজে আগামীকাল বেলা সাড়ে ১০টা পর্যন্ত মূল্যহার প্রস্তাব দেয়া যাবে।
তথ্যপ্রযুক্তি আন্দোলনের সমন্বয়ক জুলীয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শাহবাগের উন্মুক্ত মূল্যহার নির্ধারণী সভায় বাংলাদেশ টেলিকম সাবস্ক্রাইবার্স ফোরামের সাধারণ সম্পাদক শার্দুল আহমেদ সেনা, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ও আইসিটি অব বাংলাদেশ- ইয়াহু গ্রুপের মডারেটর এম.এ. কবির, জাগো যুবকের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, সঙ্গীত পরিচালক রেজা হাসান, দি সফট কিং আইটির সিইও রেক্স রিফাত, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট বিপ্লব মাহাব ও সুলতান মন্ডল সজল, নাট্য পরিচালক নাহিদ শাহরিয়ার রাজ, অভিনেতা ও মডেল গজেন্দ্র গমন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, প্রাপ্ত সকলের মতামত বিশ্লেষন করে নির্ধারিত মূল্যহার, প্যাকেজ ও ব্যবহার পদ্ধতি ঘোষণার জন্য আগামীকাল ৬ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিটিআরসিতে লিখিতভাবে জানানো হবে। এবং বেলা ১১টায় বিটিআরসিতেই সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং দেয়া হবে।
তথ্যপ্রযুক্তি আন্দোলন সাংবাদিক সম্মেলন করে ইন্টারনেট ব্যবহারের উপযুক্ত মূল্যহার নির্ধারণ করে দেয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ১২ জুন পর্যন্ত সময় বেধে দেয়। এ সময়ের মধ্যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্যহার বিটিআরসি কর্তৃক প্রতি মেগাবাইট ১০ পয়সা এবং প্রতি গিগাবাইট ১০ টাকা হারে এবং সর্বনিন্ম স্পিড নির্ধারণ করে দেয় না হলে আগামী ১২ জুন ২০১৩ খৃঃ বুধবার, বিকেল ৩টা থেকে বিটিআরসি কার্যালয়ে লাগাতার গণঅবস্থানের প্রস্তুতি নিয়েছে তথ্যপ্রযুক্তি আন্দোলন।
ইতিমধ্যে বিশ কিছু সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও ছাত্র সংগঠন তথ্যপ্রযুক্তি আন্দোলনের দাবির প্রতি সংহতি প্রকাশ করে আন্দোলনে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ