পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থে ব্যবস্থা: অর্থমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বেরিভেটিভ মার্কেট প্রতিষ্ঠা, বন্ড মার্কেট শক্তিশালীকরণ এবং স্বতন্ত্র ক্লিয়ারিং করপোরেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সপ্তম কার্যদিবসে বুধবার সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীর টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য সরকার বাস্তব ও সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। যার ফলে বিনিয়োগকারীদের স্বার্থ রাক্ষার পাশাপাশি নতুন বিনিয়োগকারী বিনিয়োগে উৎসাহিত হচ্ছে। পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো অভিযোগ সুষ্ঠু সমাধানের জন্য বিএসইসি সব সময় সক্রিয় আছে। বাজার পর্যবেক্ষণ, প্রয়োজন অনুযায়ী আদেশ-নির্দেশ ইস্যু করা অব্যাহত থাকবে। ২০১৪ থেকে ১৭ সালের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক ধারায় (মিউচ্যুয়াল ফান্ড এবং প্রোটফোলিও ইনভেস্টমেন্ট) বিনিয়োগে আনার উদ্যোগ নেওয়া হবে।