সবচেয়ে বয়োবৃদ্ধ বিড়ালের মৃত্যু

Cat বিড়ালআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশ্ব রেকর্ডধারী সবচেয়ে বয়োবৃদ্ধ বিড়াল ‘পপি’ মারা গেছে। ২৪ বছরে পদার্পন করার পর মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে সবচেয়ে বয়োবৃদ্ধ বিড়ালের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার কিছুদিন পর মারা গেল সে। ১৯ মে পপিকে আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সবচেয়ে বয়োবৃদ্ধ বিড়ালের স্বীকৃতি দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। শুধুও সবচেয়ে বয়োবৃদ্ধের রেকর্ড নয় আরো বিশেষত্ব আছে পপির। বর্ণবাদবিরোধী আইকন নেলসন ম্যান্ডেলার কারামুক্তির দিন ১৯৯০ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম নেয় সে। এছাড়াও ৫জন ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজত্ব দেখেছে পপি। সর্বশেষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা যায় সে। তার মালিক জ্যাকুই ওয়েস্ট (৪৩) বলেন, যদিও পরিবারের সবাই জানে একদিন মৃত্যু আসবে তারপরও পপির বিদায়ে তারা বিধ্বস্ত। বিড়ালটিকে যখন নেন জ্যাকুই তখন মাত্র নিজের প্রেমিক অ্যান্ডি ওয়েস্টকে বিয়ে করার কথা ভাবছিলেন তিনি। অথচ এখন তাদের ঘরে ১০ ও ৮ বর বয়সী দুই সন্তান রয়েছে। পপির সঙ্গে যাদের অনেক স্মৃতি আছে। গত বছর ২৩ বছর বয়সি আরেকটি বিড়ালের মৃত্যুর পর সবচেয়ে বয়োবৃদ্ধ বিড়ালের খেতাব পায় পপি। জ্যাকুই এর বাসার বাগানে সমাহিত করা হয়েছে পপিকে। পৃথিবীর সবচেয়ে বয়োবৃদ্ধ মানুষ আলেকজান্ডারের মৃত্যুর একদিন পর মারা গেল সবচেয়ে বয়োবৃদ্ধ বিড়ালটি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ