পুনরায় সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে না

Freedom Fighter Crest মুক্তিযোদ্ধা পদকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিদেশি বন্ধুদের পুনরায় ক্রেস্ট দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মু্ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘বিচারক মঞ্জিল মোর্শেদের স্বপ্রনোদিত রিটের জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত মঙ্গলবার যে বক্তব্য দেওয়া হয়েছিল গণমাধ্যমে তার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে বিদেশি বন্ধুদের পুনরায় ক্রেস্ট দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।’ প্রসঙ্গত, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সরকার বিদেশি বন্ধু ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেয়। তবে ওই ক্রেস্টে সোনা জালিয়াতির বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সেখানে ১১.৬৬ গ্রাম সোনা থাকার কথা থাকলেও মাত্র ২.৩৬ গ্রাম সোনা দেয়া হয়। প্রতিটি ক্রেস্টের জন্য ২ লাখ ৬৬ হাজার ৩২৫ টাকা বিল পরিশোধ করা হয়। তিন দফায় অতিথিদের বাংলাদেশে এনে পদকগুলো দেওয়া হয়। পদক দেওয়া হয় মোট ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। ওই প্রতিবেদনের ভিত্তিতে নতুন করে পদক দেওয়ার দাবিতে প্রথমে উকিল নোটিশ পাঠান আইনজীবী মনজিল মোরশেদ। কিন্তু তারপরও পদক্ষেপ না নেয়ায় ১৯ মে শহীদ পরিবারের সদস্য নাসরিন আহমেদের পক্ষে রিট করেন আইনজীবী মনজিল মোরশেদ। এ বিতর্কের কারণে পুনরায় সরকার ক্রেস্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে রিটকারী আইনজীবী মনজিল মোরশেদকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি গত সোমবার মনজিল মোরশেদের চেম্বারে পৌঁছে। চিঠিতে বলা হয়েছে, বিষয়টি সংসদীয় উপ-কমিটির তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সরবরাহকারী কোম্পানিকে পরিশোধিত বিল পুনরুদ্ধার এবং নতুন ক্রেস্ট তৈরি করে বিদেশে বাংলাদেশের হাইকমিশন-রাষ্ট্রদূতের মাধ্যমে বিদেশি বন্ধুদের প্রদান করা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে চিঠি পাঠানোর দুই দিন পর বিষয়টি গণমাধ্যমে তার ভুল ব্যাখ্যা দেওয়া বলে জানালেন মু্ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ