রাজধানীতে চার হাজার ঝুড়ি আম-লিচু ধ্বংস

Fhormalin Fruit ফরমালিন ফলরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীতে ফরমালিনবিরোধী অভিযানে প্রায় চার হাজার ঝুড়ি আম ও লিচু ধ্বংস করা হয়েছে। বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া অভিযানে তুরাগ থানার ধউড় এলাকায় ফরমালিনযুক্ত এসব ফল ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা ফলের মধ্যে দুই হাজার ১০০ ঝুড়ি আম ও প্রায় ১৮ শ’ ঝুড়ি লিচু ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ, বিএসটিআইয়ের পরিদর্শক মেজবাউল হোসেন, উত্তরা জোনের সহকারী উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুজ্জামান, তুরাগ থানার পরিদর্শক আবির, পরিদর্শক (তদন্ত) আলী মাহমুদসহ ৪০/৫০ জন ক্রাইম ও ট্রাফিক পুলিশের সদস্য অভিযানে অংশ নেন। এসময় ১১ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা, ১৩টি মামলা, একজনকে ১৫ দিনের ও দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ