পাকিস্তানে ড্রোন হামলায় ১৬ তালেবান নিহত

Pakistan Drone পাকিস্তান ড্রোনআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাকিস্তানে আল-কায়েদা সংশ্লিষ্ট তালেবান অধ্যুষিত এলাকায় ফের দুইটি ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উত্তর ওয়াজিরিস্তানের সবচেয়ে বড় শহর মিরানশাহ’র পাশের একটি গ্রামে বুধবার সন্ধ্যায় একটি ও বৃহস্পতিবার সকালে একটি ড্রোন হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৬ তালেবান নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ। তবে দেশটির কর্তৃপক্ষ তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবান হামলার পর এ হামলা চালায় যুক্তরাষ্ট। তালবানদের ওই হামলায় ৩৯জন নিহত হয়। এর আগে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার প্রেক্ষাপটে ইসলামাবাদের অনুরোধে গত ডিসেম্বরে ড্রোন হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর তালেবানদের ওপর স্থল হামলার কারণে শান্তি আলোচনা ভেস্তে যায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ