এভাবে চললে দেশ অগ্নিগর্ভ হবে: আকবর আলি

sujon সুজনরিপোর্টার, এবিসি নিউজ বিডি , ঢাকাঃ দেশের চলমান অবস্থায় জনগণ সস্তিতে নেই। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অগ্নিগর্ভে পরিণত হবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.আকবর আলি খান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘বাংলাদেশের গণতন্ত্রের পরিস্থিতি: কিছু ভাবনা’ শীর্ষক গোলটেবিল বেঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘৫ জানুযারি দেশের নির্বাচনের পর গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে ভাবা উচিত। গ্রহণযোগ্য নির্বাচনের পথ ধরে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগ নির্বাচনের মেনোফেস্টু অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা করতে পারেনি। দেশের গণতান্ত্রিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। আর এ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে সব নাগরিকদের সচেতন হতে হবে।’ তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা দ্বি-বিভাজনের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে রাজনীতি স্থিতিশীলতা আনতে পারছে না। দেশে বিরোধী দল মাঠে আন্দোলন করতে পারে না।’ অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো উপস্থিতি ছিলেন সাবেক উপসচিব শাহজাত আলী, বিচারপতি কাজী এবাদুল হক, মেজবাহ আলী, সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাইদ প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ