এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূলকাজ শুরু সেপ্টেম্বরে : যোগাযোগমন্ত্রী
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মূল কাজ আগামী সেপ্টেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর বনানীস্থ সেতুভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।
যোগাযোগ মন্ত্রী বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত করা হয়েছে। এ প্রকল্পের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী প্রকল্পটি ফাস্ট ট্রাকভুক্ত প্রকল্প হিসেবে নিয়েছেন। তিনি বলেন, প্রকল্পটির মূলকাজ এ বছরের সেপ্টেম্বরে শুরু হবে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর হতে মহাখালী হয়ে তেজাগাঁও-মগবাজার-কমলাপুর-কুতুবখালী পর্যন্ত ২০ কিমি. এবং র্যামসহ প্রায় ৪৬ কিমি. দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ১২ হাজার ২ শত কোটি টাকা।
মন্ত্রী আরো বলেন, একটি মহল পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে চায়। তিনি বলেন, সরকার কাজের মাধ্যমে এর জবাব দিতে চায়। এসকল উন্নয়নমূলক কাজ সরকারের একটি বড় এচিভমেন্ট। তিনি জাতীয় স্বার্থে অপপ্রচার থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানান।
এ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ২ শত জনকে প্রায় ১৩৫ কোটি টাকার চেক প্রদান করা হবে। প্রথম পর্যায়ে ২৬ জনকে প্রায় ২০ কোটি টাকার চেক প্রদান করেন মন্ত্রী। পর্যায়ক্রমে দ্রুততম সময়ে সকল ক্ষতিগ্রস্তকে অর্থ পরিশোধ করা হবে বলে তিনি জানান।
চেক বিতরণ অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে ঢাকা’র জেলা প্রশাসক মো. ইউসুফ হারুন, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র ব্যবস্থাপনা পরিচালক মি. মুনচাই এবং প্রকল্প পরিচালক কাজী মুহাম্মদ ফেরদৌস উপস্থিত ছিলেন।