গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

Train ট্রেন খিলগাঁওরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ময়মনসিংহঃ তারাকান্দি-ঢাকাগামী আন্ত:নগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে ডাকাতি হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে মো. শাকিল মিয়া (২০) নামে এক ডাকাত মারা গেছেন। সে গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামের বাসিন্দা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়। গফরগাঁও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, এর আগে রাত সাড়ে ৮টার দিকে জেলার গফরগাঁও রেলস্টেশনে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে একদল ডাকাত যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল, নগদ টাকা, মোবাইল ফোন ইত্যাদি ছিনিয়ে নেওয়ার সময় কৌশলে এক যাত্রী থানায় পুলিশে ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শাকিল (১৯) ও কবীর (১৭), ), আমিনুল (১৮), মনা (১৯), হুমায়ুন (১৮) কে আটক করে। এর ১০ মিনিটের মধ্যেই ডাকাত দলের অন্য সদস্যরা রেলওয়ে ফাঁড়িতে হামলা চালিয়ে পুলিশদের মারধোর করে তাদের মধ্যে থেকে হ্যান্ডকাপ পড়ানো অবস্থায় শাকিল ও কবীর নামের দুই জনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে স্থানীয় জনতা ছিনিয়ে নেওয়া ওই দুই ডাকাতকে গণপিটুনি দিয়ে পুনরায় পুলিশে সোপার্দ করে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আব্দুস সাত্তার জানান, গণপিটুনিতে আহত শাকিলকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে। অন্যদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে ওসি জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ