ফটকা বিনিয়োগকারীদের কারণে শেয়ারবাজারে ধস নামে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফটকা বিনিয়োগকারীদের কারণে শেয়ারবাজারে ধস নামে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা ও চট্রগ্রাম ষ্টক এক্সচেঞ্জের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। অর্থ মন্ত্রণালয়ের সচিব আসলাম আলমসহ দুই ষ্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ‘যারা হঠকারী, ফটকা তাদের জন্য শেয়ারবাজার অশান্ত হয়ে ওঠে। ধস নামে। এদের দৌরাত্ব আইন করে বন্ধ করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে এগিয়ে আসতে হবে।’ আবুল মাল আবদুল মুহিত ‘গুড গর্ভনেন্স’ এর তাগিদ দিয়ে বলেন, ‘পুঁজিবাজারের সুশাসন খুবই গুরুত্বপূর্ন। এখানে সুশাসন না থাকলে পুঁজিবাজার থাকবে না।’ বৈঠকে ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ও চট্রগ্রাম ষ্টক এক্সচেঞ্জের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। মন্ত্রী তাদের দাবি-দাওয়ার বিষয়ে আশ্বাস দেন।