নুর হোসেনের বডিগার্ড চার্চিল ফের রিমান্ডে

Charchil চার্চিলসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলার প্রধান আসামি নূর হোসেনের বডিগার্ড মর্তুজা জামান চার্চিলকে সাত খুন মামলায় ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি মামুনুর রশীদ মণ্ডল চীফ জডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে চার্চিলের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৬ জুন শুক্রবার ভোরে ফরিদপুর সদর উপজেলার নর্থ-চ্যানেল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ৩৮ দাগ এলাকা থেকে চার্চিলকে গ্রেফতার করা হয়। চার্চিল জেলার সদর উপজেলার ভাটি লক্ষ্মীপুর গ্রামের মশিউর রহমানের ছেলে। ৭ জুন শনিবার তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হাজির করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ওসি মামুনুর রশীদ মন্ডল জানান, নারায়ণগঞ্জের সেভেন মাডারের পরে চার্চিল পালিয়ে গিয়ে নর্থ-চ্যানেল চর এলাকায় দ্বিতীয় স্ত্রীর লিপির বাড়িতে পালিয়ে ছিলেন। চার্চিল নূর হোসেনের মাদক ব্যবসা দেখভাল করতো। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। পরদিন ২৮ এপ্রিল ফতুল্লা মডেল থানায় মামলা করেন নজরুল ইসলামের স্ত্রী। মামলায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান করে ৬জনকে আসামি করা হয়। গত ৩০ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ