ভারতকে ট্রানজিট দিল বাংলাদেশ

bd ind bangladesh india flagআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ খাদ্যশস্য পরিবহনের ক্ষেত্রে ভারতকে ট্রানজিটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ। বিজনেস স্ট্যানডার্ড নামক একটি ভারতীয় পত্রিকার অনলাইন সংস্করণ বৃহস্পতিবার এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। পত্রিকাটি অনুসারে, বাংলাদেশ ভারতকে খাদ্যশস্য পরিবহনের জন্য ট্রানজিট দিতে যাচ্ছে এবং উচ্চ পর্যায়ে ইতোমধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রানজিট সুবিধা ব্যবহার করে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সহজে খাদ্যশস্য পরিবহন করতে পারবে ভারত। ত্রিপুরার মুখ্য খাদ্য সচিব বি.কে.রায় বিজনেস স্ট্যানডার্ডকে বলেন, বাংলাদেশ ভারতকে ত্রিপুরার জন্য দশ হাজার টন খাদ্য দ্রব্য পরিবহন করার জন্য ট্রানজিট দিতে সম্মত হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের কাছ খেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর ‘ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া(এফসিআই)’ খাদ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও শুরু করেছে। ছোট জাহাজ ব্যবহার করে খাদ্যদ্রব্য অন্ধ্র প্রদেশের কাকিনাদা পোর্ট থেকে বাংলাদেশের আশুগঞ্জে প্রেরণ করা হবে এবং তারপর তা সড়কপথে বাংলাদেশের ট্রাক ব্যবহার করে ত্রিপুরায় পাঠানো হবে। আশুগঞ্জ ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৩১ কি.মি দূরত্বে অবস্থিত। ২০১২ সালে বাংলাদেশ ভারতের রাষ্ট্রীয়-মালিকানাধীন প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশনকে ভারী যন্ত্রপাতি পরিবহনের জন্য ট্রানজিট দিয়েছিল। এফসিআই-এর একজন কর্মকর্তা জানান, ত্রিপুরার পর ভারতের উত্তর-পূর্বঞ্চলের অন্য রাজ্যগুলিতেও বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করে খাদ্যশস্য পরিবহন করা হবে সময় ও অর্থ বাঁচানোর জন্য। আবকাঠামোগত বিভিন্ন কারণে ত্রিপুরা, মনিপুর, মিজোরাম ও আসামে খাদ্য পরিবহনে নানা সমস্যা দেখা দেয়। এগুলিসহ আরও কিছু রাজ্য খাদ্যের যোগানের জন্য ভারতের বৃহৎ রাজ্যগুলির উপর নির্ভরশীল। ভৌগলিক নানা কারণে এই রাজ্যগুলির সঙ্গে ভারতের সড়ক পথের যোগাযোগ খুব বেশি উপযোগী নয়। এই রাজ্যগুলিতে মালামাল পরিবহনের জন্য ভারত আগে থেকেই বাংলাদেশের কাছে সড়ক, সমুদ্র ও রেল পথে ট্রানজিট চেয়ে আসছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ