নিজাম হাজারীকে রক্ষায় মাঠে আলাউদ্দিন নাসিম

Nizam Hajariসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফেনীর চাঞ্চল্যকর একরাম হত্যার বিচারের দাবিতে গোটা ফেনীর সর্বস্তরের মানুষ যখন সোচ্চার, যখন সন্দেহভাজন নির্দেশদাতা হিসেবে নিজাম হাজারীর গ্রেফতার ও ফাঁসির দাবিতে অনড় ঠিক তেমনি একটি সময়ে ফেনীর আলোচিত এই গডফাদারকে রক্ষায় মাঠে নেমেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দীন নাসিম। আড়াল থেকে সব কলকাঠি নাড়ছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত একারামুল হকের পরিবারের সঙ্গে কথা বলে এমন সব অভিযোগ পাওয়া গেছে। গত ২০’মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামকে একাডেমি রোডে গুলি করার পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
বৃহস্পতিবার নিজাম হাজারীকে সঙ্গে নিয়ে আলাউদ্দিন নাসিম দেশত্যাগের চেষ্টা করলেও তা পারেননি। বিমান বন্দর থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। আলাউদ্দিন নাসিমের এমন প্রকাশ্য ভুমিকায় যোগাযোগ মন্ত্রী বলেছেন, স্পর্শকাতর একরাম হত্যাকান্ডে যাদের নাম আসছে, তাদের আশ-পাশে সরকারের পক্ষের কারো না থাকাই ভালো।
বৃহস্পতিবার অভিযুক্ত নিজাম হাজারীকে নিয়ে আলাউদ্দিন নাসিমের দেশত্যাগের চেষ্টার খবর অনলাইন পত্রিকায় প্রকাশিত হলে এ নিয়ে সরকারের নীতিনির্ধারক ও ফেনী জেলার সাধারন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। কেন স্পর্শকাতর এই হত্যা মামলার আলোচিত ব্যাক্তিকে সঙ্গে নিয়ে আলাউদ্দিন নাসিম বিদেশ যাওয়ার চেষ্টা করবেন, কেনইবা প্রকাশ্যে তার পক্ষে নামবেন, এসব প্রশ্নে বৃহৎ এই দলের নীতিনির্ধারকরা বিব্রত। অপর দিকে এমন সংবাদে ফেনীর সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, শুধু আলাউদ্দিন নাসিমই নয়, সরকারও যদি এই হত্যাকরীর পক্ষ নেয়, দল-মত নির্বিশেষে স্থানীয় মানুষ এর জবাব দেবে। সরকারের প্রতি তারা শ্রোতের বিপরিতে না যাওয়ারও আহবান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, একরামূল হত্যাকান্ডের নির্দেশদাতা প্রধান সন্দেহভাজন ফেনী- ২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নিজাম হাজারীকে সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দীন নাসিম বিমানের একটি ফ্লাইটে সৌদী আরব যাচ্ছিলেন। বিমান বন্দর কর্তৃপক্ষ তাদের দু’জনকে বিমান থেকে নামিয়ে ফেরৎ পাঠান।
বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হলে তিনি এবিসি নিউজ বিডিকে বলেন, বিমান বন্দরে কি ঘটেছে, আমার তা জানা নেই। তবে এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, মামলাটি তদন্তাধীন। স্পর্শকাতর এই হত্যাকান্ডে যাদের নাম আসছে, তাদের আশ-পাশে সরকারের পক্ষের কারো না থাকাই ভালো। এতে তদন্ত প্রভাবিত না হলেও তদন্ত প্রভাবিত হওয়ার অভিযোগ উঠতে পারে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ