মিরপুরে বিহারি-স্থানীয় সংঘর্ষ, নিহত ১০
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আতশবাজি ফোটানো নিয়ে রাজধানীর মিরপুরের কালশীতে বিহারিদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের ৮ জনসহ মোট ১০ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। শনিবার সকাল আটটার দিকে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অজ্ঞাত দুর্বৃত্তরা মিরপুরের বিহারি ক্যাম্পের একটি ঘরে তালা লাগিয়ে দিলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এদিকে স্থানীয়দের পক্ষ থেকে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে সকাল আটটা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে মোট ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে আশিক নামে এক ব্যক্তি এবিসি নিউজ বিডিকে জানান, পূর্ব শত্রুতার জেরে বিহারি ক্যাম্পের ওই ঘরটিতে প্রতিপক্ষের লোকেরা আগুন ধরিয়ে দিলে একই পরিবারের ৮ জনসহ ৯ জন নিহত হয়। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশের পল্লবী জোনের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল হোসেন এবিসি নিউজ বিডিকে জানান, আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ফজরের নামাজের পর বিহারি ক্যাম্পের কয়েকজন তরুণের সাথে স্থানীয়দের সংঘর্ষ বাধে। এতে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে মো. আজাদ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।