কঠিন সময়ের মধ্যে চলছি: প্রীতি

prity jinta প্রীতি জিনতাবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাবেক প্রেমিকের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ আনার পরপরই সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হয়ে আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা৷ বিশিষ্ট শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে এ অভিযোগ অবশ্যই হেলাফেলার নয়। তবে বেশী ঘাটাঘাটি না করে নিজের ব্যক্তিগত জীবনকে সম্মান করার অনুরোধ করলেন প্রীতি। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থানায় প্রাক্তন প্রেমিক তথা কিংস ইলেভেন পাঞ্জাব দলের অন্যতম মালিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন প্রীতি। প্রীতির অভিযোগ, ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সপ্তম আইপিএল এর কিংস ইলেভেন বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের মধ্যেই গারওয়ারে প্যাভিলিয়নে হঠাৎই তার উপর চড়াও হন নেস৷ গালিগালাজ ও ভীতি প্রদর্শনের পাশাপাশি বলিউড অভিনেত্রীর শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ৷ প্রীতির অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ এরপর থেকেই প্রতিটি সংবাদমাধ্যমে ঢালাওভাবে প্রচারিত হচ্ছে প্রীতির খবর। তাই বিবৃতি জারি করে সংবাদ মাধ্যমের কাছে প্রীতির আর্জি, ‘আমার ব্যক্তিগত জীবনকে সম্মান করুন৷’ শ্লীলতাহানির খবর প্রকাশ্যে আসতেই তা শিরোনাম হয়ে গিয়েছে৷ পুরো ঘটনায় যে প্রীতি যারপরনাই বিধ্বস্ত তার প্রমাণ মিলেছে বিবৃতিতে৷ তিনি বলেছেন, ‘কঠিন সময়ের মধ্যে চলেছি৷’ সরাসরি না হলেও ঘুরিয়ে বম্বে ডাইং গোষ্ঠীর কর্তা তথা নেস ওয়াদিয়ার বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ আনার ব্যাখ্যাও দিয়েছেন প্রীতি৷ তার কথায়, ‘কারও ক্ষতি করার উদ্দেশ্য নেই আমার৷ শুধুমাত্র নিজেকে রক্ষা করতে চাই৷’ অন্যদিকে, নেস ওয়াদিয়ার দাবি তিনি নির্দোষ৷ শনিবার বিবৃতি জারি করে কিংস ইলেভেন পাঞ্জাব দলের অন্যতম মালিক বলেন, ‘অভিযোগের কথা জানতে পেরে আমি হতবাক৷ আমার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন৷’ এদিকে বৃহস্পতিবার রাতে প্রীতির অভিযোগের পর থেকে উঠে আসতে শুরু করেছে নানা চাঞ্চল্যকর তথ্য৷ মেরিন ড্রাইভ থানায় দায়ের করা এফআইআরে প্রীতির অভিযোগ, ‘এই প্রথম নয়, আগেও আমার উপর একই অত্যাচার করেছেন নেস ওয়াদিয়া৷ আমি তাকে উপর্যুপরি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলাম৷ এদিন মুম্বাইয়ের পুলিশ কমিশনার রাকেশ মারিয়া জানান, ঘটনার দিন প্যাভিলিয়নে উপস্থিত ব্যক্তিদের ডেকে জিজ্ঞাসা করা হবে৷ খতিয়ে দেখা হতে পারে সিসিটিভি ফুটেজও৷ এদিকে ২৪ ঘণ্টার মধ্যে নেস ওয়াদিয়ার গ্রেফতারির দাবি জানিয়েছে রাজ্য মহিলা কমিশন৷ এদিন মহিলা কমিশনের এক প্রতিনিধি দল মেরিন ড্রাইভ থানায় গিয়ে তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলেছেন৷

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ