মুখোমুখি ইতালি-ইংল্যান্ড, উরুগুয়ের প্রথম ম্যাচে নেই সুয়ারেস

England Italy Footballস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আভিজাত্য ইতালির অহঙ্কার আর একদা অর্ধেক বিশ্ব শাসন করা ব্রিটিশ রাজের মসনদ এখনো বিলীন হয়নি। তাই বরাবরই ইংল্যান্ড-ইতালি লড়াইটা রাজা বনাম অভিজাত। সেই দ্বৈরথেই আজ মুখোমুখি দু’দল। গ্রুপ অব ডেথের প্রথম ম্যাচটা ইতালির কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনই ইংল্যান্ডের কাছেও। ‘মৃত্যু-গুহা’ থেকে বেরোনোর জন্য এই ম্যাচটা পির্লোদের মতো ওয়েন রুনিদের কাছেও মহাগুরুত্বপূর্ণ। যারা হেরে যাবে বিপুল চাপে পড়ে যাবে। ইতালি-ইংল্যান্ড ছাড়াও আজ ম্যাচ রয়েছে আরও দুটি। উরুগুয়ে মুখোমুখি হবে কোস্টারিকার আর কলম্বিয়া খেলবে গ্রিসের বিপক্ষে। চোটের জন্য কোস্টারিকার বিপক্ষে আজ খেলবেন না কলম্বিয়ার সেরা তারকা লুই সুয়ারেস। এই ম্যাচে দেখার থাকবে গতবার প্রথম রাউন্ড থেকে বাদ পড়া ইতালি নিজেদের ঘরানা থেকে বেরিয়ে কতটা ডাইরেক্ট ফুটবল খেলছে। ইংল্যান্ডও তাই। চিরাচরিত লং বল থেকে দলটাকে রয় হজসন কতটা বার করে আনতে পারেন সেটা দেখার। এ বার বিশ্বকাপে যে ক’টা দলকে কিছু করতে পারে ভাবা হচ্ছে, তাদের মধ্যে ইংল্যান্ড আছে। হজসনের হাতে এমন কিছু তরুণ ফুটবলার আছে যারা প্রতিভাবান। স্টার্লিং, ওয়েলব্যাক, স্টারিজরা খুব ভাল ফর্মে আছে। ওদের সঙ্গে রুনি, জেরার্ড, ল্যাম্পার্ডের মতো অভিজ্ঞরা থাকায় ইংল্যান্ড নিয়ে আশাবাদী অনেকেই। ৪-৩-২-১ ফর্মেশনে পিছনে রুনিকে রাখতে পারেন হজসন। রুনির ভালো করার উপরই নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য। ইতালির শেষ প্রস্তুতি ম্যাচে ইম্বোবিলে করেছেন হ্যাটট্রিক। তাই আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে সিদ্ধান্তহীনতায় কোচ চেজারে প্রানদেল্লি। মারিও বালোতেল্লি নাকি চিরো ইম্মোবিলে, কাকে খেলাবেন তিনি? এই ম্যাচের আগে আবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো, ‘বিশ্বকাপের পরই থামতে চাই। আগের মতো তরুণ নই আমি, আর জায়গাটা ছাড়তে চাই তরুণদের জন্য। দলে জায়গা আঁকড়ে থাকার কোনো অর্থ নেই আমার কাছে।’ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও জুভেন্টাসের হয়ে আরো দুই বছর ক্লাব ফুটবল খেলবেন পিয়েরলো। টানা তিনবারের সিরি ‘এ’ চ্যাম্পিয়নদের সঙ্গে দুই বছরের নতুন চুক্তির কথাও জানিয়েছেন তিনি। প্রথম ম্যাচের আগে সতীর্থদের অবশ্য সতর্ক থাকতে বলেছেন পিরলো, ‘২০১২ সালে ইউরোয় যে ইংল্যান্ডকে হারিয়েছিলাম, এটা সেই দল নয়। ওদের তরুণরা অনেক উন্নতি করেছে। তাই সতর্ক হয়ে খেলতে হবে আমাদের। তবে আমরা জানি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে কিভাবে। ওদের সঙ্গে অতীতে দারুণ সব ম্যাচ খেলেছি আমরা।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ