মিরপুরের ঘটনা তদন্তের দাবি খালেদা জিয়ার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মিরপুরে ১০ জনের প্রাণহানীর ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। শনিবার দেয়া এক বিবৃতিতে বেগম জিয়া এ দাবি করেন। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নকারী দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ক্ষতিগ্রস্তদের যথাপোযুক্ত ক্ষতিপূরণ এবং পূণর্বাসনেরও দাবি জানান বেগম খালেদা জিয়া। মিরপুরের বিহারি ক্যাম্পে শুক্রবার রাতে পটকা ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক বিহারি ক্যাম্পে অগ্নিসংযোগ এবং পুলিশের উপর্যপুরি টিয়ার শেল ও গুলিবর্ষণে ১০ জন লোকের প্রাণহানী এবং অসংখ্য লোক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, ধিক্কার ও নিন্দা জানান বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, মিরপুরের বিহারি ক্যাম্পে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা অগ্নিসংযোগ এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরীহ মানুষের ওপর ন্যাক্কারজনক হামলায় ১০ জনের প্রাণহানী এবং বহু লোক আহতের ঘটনা ঘটেছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মানবতার পরিপন্থী কাজ-এই সন্ত্রাসীরা মানবজাতির শত্রু বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই হামলাকে কাপুরুষোচিত ও বর্বর হামলা হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিএনপি যেকোনো ধরনের সন্ত্রাসী আক্রমণকে মানব সভ্যতা ধ্বংসকারী কর্মকাণ্ড বলে মনে করে। বেগম জিয়া বলেন, সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করার জন্যই তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে। সুতরাং সরকারি দলের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শুধুমাত্র বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপরই পৈশাচিক হামলা চালাচ্ছে না, এদের কারণেই সাধারণ নাগরিকরাও ভয়ে ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসসহ সকল সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীর সঙ্গে একাত্ম হয়ে লড়াই চালিয়ে যাবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিএনপি চেয়ারপারসন মিরপুরের বিহারি ক্যাম্পে সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।