সমকামী বিয়ে আটকালেন বিচারক
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সমকামী জুটির বিয়ে অস্থায়ীভাবে আটকে দিলেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক বিচারক। ওই জুটিকে এখন আপিলের জন্য দিন গুণতে হচ্ছে। সিএনএনের খবরে বলা হয়, একই বিচারক গত সপ্তাহে রাজ্যের সমকামী বিয়ে নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সে সময় অনেকগুলো সমকামী জুটির বিয়ে হওয়ার পথ সুগম করে দিয়েছিলেন তিনি। বারবারা ক্রাব নামের ওই নারী ডিস্ট্রিক্ট বিচারক বলেছিলেন, অনেকগুলো সমকামী জুটির হাস্যোজ্জল মুখ দেখে তিনি স্থিতি আদেশ দিতে পারেন নি। কারণ দীর্ঘ কয়েক বছর ধরে সমান অধিকারের দাবিতে লড়ে আসছেন সমকামী জুটিগুলো। তাদেরকে আর অপেক্ষা করতে দেয়া উচিত নয়। তবে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টগুলোকে সমকামী বিয়ের ক্ষেত্রে সুপ্রিমকোর্টের দেয়া গাইডলাইন মেনে চলতে হবে। ফলে সমকামী বিয়ের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে বলে জানান বারবারা। তিনি বলেন, হার্বাটের মামলা থেকে এ মামলাকে আলাদা করা যায় না। উথাহ এলাকায় সুপ্রিমকোর্টের একটি সমকামী বিয়ে নিষিদ্ধ করার দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ১৯টি রাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় সমকামী বিয়ে বৈধ। বাকি রাজ্যগুলোতে সমকামী বিয়ে এখনো অবৈধ রয়েছে। সেখানে এর বৈধতার জন্য আন্দোলন চলছে। বিশ্বের মোট ১৬টি দেশে সমকামী বিয়েকে বৈধতা দেয়া হয়েছে। দেশগুলোর বেশিরভাগ ইউরোপ ও ল্যাটিন আমেরিকায় অবস্থিত।