ইরাকে সৈন্য পাঠালো ইরান
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গত ৪৮ ঘণ্টায় ইরাকে দুই হাজার সৈন্য পাঠিয়েছে ইরান। জঙ্গিগোষ্ঠী আইএসআইএসকে প্রতিরোধের জন্য তারা এ সৈন্য পাঠায়। ইরাকের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ১৫০০ সৈন্য দাইয়ালা প্রদেশের খানাকিন শহরে ও ৫০০ সৈন্য ওয়াসাত প্রদেশের বাদরা জাসানে প্রবেশ করেছে। ইরাকের কোয়াদস্ ফোর্সের মেজর জেনারেল ইরাকের অবস্থা পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে বাগদাদে পৌঁছেছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পূর্বেই ইরাককে সাহায্য করার ঘোষণা দিয়েছিলেন। তিনি আরও জানান যে, এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান সাহায্য করছে। পূর্বে মার্কিন সেনারা ইরাক দখল করলে ইরান তার সমালোচনা করেছিল। তবে আইএসআইএসকে প্রতিরোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপের বিরোধিতা করেনি ইরাক। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি সাধারণ ইরাকিদের জঙ্গিদের বিরুদ্ধে অস্ত্র ধরার আহ্বান জানিয়েছিলেন।