অতীত থেকে শিক্ষা নিয়ে নির্বাচন দিন: মির্জা ফখরুল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঠাকুরগাঁওঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতীত থেকে শিক্ষা নিয়ে অতি তাড়াতাড়ি নির্বাচন দিন। না হলে জনগন নিজের হাতেই ক্ষমতা তুলে নিবে।’ শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে ঠাকুরগাঁও জেলা বিএনপির যৌথ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘১৯৮৬ সালে এরশাদ নির্বাচন করেছিলো। আবার দুই বছর পর নির্বাচন দিতে হয়েছে। ৯০ সালে এরশাদকে জনগনের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হয়েছে। এই সরকারকেও জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য একটাই, ক্ষমতায় টিকে থাকতে হবে। কেউ যাতে বহুদলীয় রাজনীতি করতে না পারে সেজন্য হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি প্রধানমন্ত্রীর বিদেশ সফর সম্পর্কে বলেন, ‘অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার উদ্দেশ্যে বিভিন্ন দেশের সমর্থন আদায়ের জন্য বিদেশ সফর করছেন। কিন্তু বিদেশিদের সমর্থন পেলেও দেশের জনগণের সমর্থন এ সরকারের ওপর নেই।’ এ সময় যৌথ কর্মী সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহেদ কামাল চৌধূরী ডালিম, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুব দলের আহবায়ক মহেবুল্লাহ চৌধুরী, সদস্য সচিব মাহবুব হোসেন, জেলা ছাত্র দলের সভাপতি রাশেদ আলম লাবু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।