নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শিগগিরই: এসপি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন পশ্চিমবঙ্গের কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদ উদ্দিন। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।
আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে এ কথা বলেন নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার।
খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘কলকাতা পুলিশের সংশ্লিষ্ট শাখার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন। তাঁকে দেশে আনার আইনগত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে।’
গতকাল রাতে টেলিফোনে যোগাযোগ করা হলে কলকাতার পুলিশ সূত্র জানায়, অনুপ্রবেশের অভিযোগে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর-সংলগ্ন এলাকা থেকে শনিবার রাতে নূর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি সাত খুন মামলার আসামি নূর হোসেন কি না, তা গতকাল রাতে নিশ্চিত করেনি কলকাতার পুলিশ।
কলকাতার পুলিশ সূত্র জানায়, বাংলাদেশের পুলিশের অনুরোধে ওই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল তাঁদের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে। এর আগে ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।