ঢাকা মিশনকে আরো শক্তিশালী করা হচ্ছে : এডিবি প্রেসিডেন্ট
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এডিবি’র অর্থায়নে বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে ঢাকা মিশনকে আরো শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন এডিবি প্রেসিডেন্ট তাকা হিকো নাকাও।
রোববার সকালে সচিবালয়ে মন্ত্রনালয়ে নিজ কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এডিবি প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে এডিবি’র অর্থায়নের সব প্রকল্প বাস্তবায়নে আমরা ঢাকা মিশনকে আরো শক্তিশালী করবো। প্রকল্পগুলোকে অগ্রধিকার দেবে এডিবি।
এডিবি প্রেসিডেন্ট তাকা হিকো নাকাও বলেন, সরকারের পক্ষ থেকে পদ্মা সেতুতে সহায়তা চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমরা বলেছি, যেহেতু পদ্মা সেতুর মূল কাজে আমারা অর্থায়ন করি নাই, সেহেতু এখন অর্থায়ন করা সম্ভব না।
বাংলাদেশের ধর্মীয় শিক্ষাকে আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে এডিবি প্রেসিডেন্ট বলেন, বলেন, ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসিম। আমরা এ ক্ষেত্রেও অর্থায়ন করতে চাই। তবে ধর্মীয় শিক্ষাকে সময়োপযোগি ও অধুনিকায়ন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এডিবির বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর মি. টাকি হিকো নাকাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক সম্পর্কে অর্থমন্ত্রী সাংবাদিকদের কিছুই বলেননি।