সিলেটে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট

sylhet সিলেটেরিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ জেলায় রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট চলছে। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডেকেছে। সিলেট-কোম্পানীগঞ্জ রাস্তা সংস্কার এবং বিভিন্ন সড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়েছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আবু সরকার। তিনি জানান, রাস্তা সংস্কার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা গত এক সপ্তাহ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ধর্মঘট পালন করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের নামে কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক প্রতি ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। পাশাপাশি সালুটিকর, ওসমানী নগর ও গোলাপগঞ্জ জকিগঞ্জ থানার সম্মুখ থেকে পুলিশ চাঁদাবাজি করছে। যে কারণে জেলা জুড়ে তারা ধর্মঘট ডেকেছেন। সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন পুলিশ যে টাকা চাঁদা আদায় করছে এতে আমাদের ড্রাইভাররা মালিকের কাছে জবাবদিহি করতে হচ্ছে। রাস্তা সংস্কার ও চাঁদাবাজি বন্ধ না করা হলে ধর্মঘটের সময়সীমা আরও বারানো হবে বলে জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ