ক্ষমতাসীনদের মনোবাসনা পূরণ হবে না: ফখরুল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে- ক্ষমতাসীনদের এমন মনোবাসনা কোনো দিনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঝালকাঠি জেলা বিএনপির ১০ নেতাকর্মী ঝালকাঠি আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘অবৈধভাবে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ণের মাধ্যমে দেশে এক বিভিষীকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।’ মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনা বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। অবিলম্বে ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি। ঝালকাঠি আদালতে হাজিরা দিতে যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রবিউল হাসান তুহিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সাফায়াত হোসেন সরদার, প্রথম যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাজু প্রমুখ।