নারায়ণগঞ্জ উপ-নির্বাচনে প্রস্তুত গোয়েন্দা সংস্থা: ইসি

Election Commission নির্বাচন কমিশনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে ভোটের দিন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোকে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন। এ আসনের নির্বাচন নিয়ে রোববার নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রোববার বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ঘটনায় এ জেলার ৫ আসনের উপ-নির্বাচনকে অধিক হারে গুরুত্ব দিচ্ছে ইসি। কেননা, এ ঘটনায় অভিযুক্ত ব্যাক্তির পরিবারের আরেক সদস্য এ শূন্য আসনে ভোটে লড়বেন আগামী ২৬ জুন। তাই ভোটের দিন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের প্রস্তুত থাকতে বলেছে ইসি। ভোটের দিন কেউ যাতে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এ বিষয়ে প্রস্তুতি নিতেই ইসি সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। ইসি’র জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। ইসি’র দায়িত্বশীল কর্মকর্তারা জানান, উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ আসনের জন্য র্যা বের পৃথক ১৬টি মোবাইল টিম মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া চার প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। পাশাপাশি অপরাধীদের তাৎক্ষণিক সাজা দিতে চারজন নির্বাহী ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে। বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন সাধারণ কেন্দ্রে ১৮ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৯ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বৈঠকে ঢাকা বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যা ব, এনএসআই, ডিজিএফআই ও কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল এ আসনের সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় পরবর্তীতে নির্বাচন কমিশন এ আসনের উপ-নির্বাচনের তফসিল দিয়ে ২৬ জুন ভোটের জন্য নির্ধারণ করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ