নিত্যপণ্যে ঋণসুবিধা সহজ করার নির্দেশ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিত্যপণ্য আমদানিতে ঋণসুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আমদানিকারকরা যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় ঋণসুবিধা নিয়ে এলসি (ঋণপত্র) খুলতে পারে সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া যাচ্ছে।