পুলিশে গণমুখী নেতৃত্বের বিকাশ অপরিহার্য: মশিউর

Dr. Moshiur Rahman মশিউর রহমানরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তথ্যপ্রযুক্তির এ যুগে পুলিশের দায়িত্ব ও কর্তব্যবোধের পরিধি হয়েছে সূক্ষ্ণ, জটিল ও বহুমাত্রিক। ফলে আগের সনাতনী নেতৃত্বের বদলে গণমুখী নেতৃত্বের বিকাশ অপরিহার্য হয়ে পড়েছে। আপনাদেরকে সে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা অর্জন করতে হবে। রোববার পুলিশ স্টাফ কলেজে ৩১তম বিসিএস ব্যাচের এএসপিদের (প্রবেশনার) সমন্বয়ে অনুষ্ঠিত “Clarity on Functional Policing” শীর্ষক দুই সপ্তাহব্যাপী কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান এসব কথা বলেন। ড. মশিউর রহমান বলেন, ‘আপনাদের একাডেমিক ডিসিপ্লিনের কথা শুনে আমার এ বিশ্বাস হয়েছে যে, আপনারা আপনাদের অবস্থান থেকে নানামুখী জ্ঞান পুলিশের প্রয়োজনে কাজে লাগাতে পারবেন।’ তিনি উল্লেখ করেন যে, এখন পুলিশের বিভিন্ন বিশেষায়িত সংস্থা হয়েছে। যেমন- ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, পিবিআই, এসপিবিএন এবং সর্বশেষ সংযোজন হচ্ছে-পুলিশ ব্যুরো অফ কাউন্টার টেরোরিজম। এ সংস্থাগুলো পুলিশের কাজে নতুন মাত্রার সংযোজন করেছে। এ বিশাল কর্মকাণ্ডে নবীন পুলিশ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ অবদান সমাজ কর্তৃক স্বীকৃত হবে বলে তিনি  আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ স্টাফ কলেজের রেক্টর মো. নাজমুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমডিএস (ট্রেনিং) মো. গোলাম রসুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরিচালক (ট্রেনিং) এম এ জলিল। এসময় স্বাগত বক্তব্যে মো. গোলাম রসুল বলেন, ‘এ প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে-বিদ্যমান পুলিশি ব্যবস্থায় আইনগত সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ স্পষ্ট করা, সততা, নৈতিকতা সংক্রান্ত বিষয়ে উৎসাহিত করা, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পুলিশের পেশাদারিত্ব বিষয় সংক্রান্ত সুস্পষ্ট ধারণা প্রদান, তদন্তের ক্ষেত্রে ফরেনসিক ও তথ্য প্রযুক্তির জ্ঞান প্রয়োগ। সভাপতির বক্তব্যে রেক্টর বলেন, ‘প্রশিক্ষণকালীন আপনারা মনোযোগ সহকারে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করবেন ও শ্রেণী কক্ষে সরব থাকবেন।’ তিনি এ কোর্সকে সফল ও কার্যকর করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ কোর্স আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, ২ সপ্তাহব্যাপী কোর্সে মাঠ পর্যায়ে বাস্তব প্রশিক্ষণরত ১৭৫ জন কর্মকর্তার মধ্যে ২য় পর্যায়ে ৪৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ