মেসির আর্জেন্টিনার শুরু আজ

Messi argentina মেসি আর্জেন্টিনাস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এবারের বিশ্বকাপে লিওনেল মেসির রাজ্যাভিষেক আজ হতে চলেছে ঐতিহাসিক মারাকানায়। প্রতিপক্ষ বসনিয়া, সেটা নিছকই নিয়মরক্ষা। কোনো না কোনো দলকে হতে হয়, এজন্যই বসনিয়া। তবে আজ দু’দলের বাকি একুশ জন নিয়ে কারও মাথাব্যথা নেই। পুরো ফুটবল বিশ্বই তাকিয়ে মেসির দিকে। সবার চাওয়া রাজ্যাভিষেকের প্রথম দৃশ্য জমকালো করুন মেসি। আর্জেন্টিনা অধিনায়করা ম্যাচের আগে দলকে জাগিয়ে তোলার মত কথা বলেন সবসময়। সেই ১৯৩০ থেকে চলে আসছে প্রথাটা। তবে লাজুক বেশিরভাগ সময় তেমন কিছু বলতে চান না। এখন অবশ্য সবাইকে প্রেরণা জোগাচ্ছেন বিশ্বকাপ জেতার জন্য। বদলে যাওয়া এই মেসিকেই কিন্তু দরকার আর্জেন্টিনার। পরের বিশ্বকাপে তার বয়স হবে ৩০। ওই বয়সে একটা দলকে বিশ্বকাপ জেতানো এখনকার চেয়ে অনেক কঠিন। অ্যামফিথিয়েটারে কার্যত অসম্ভব। মেসিও জানেন ভালোভাবে। হয় এ বারই, নয়তো কখনও নয়! পারবেন তো এরই মধ্যে ছয় বার লা লিগা, তিনটে চ্যাম্পিয়ন্স লিগ আর চার বার ব্যালন ডি’অর জেতা মেসি? বসনিয়াও একেবারে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, আর্জেন্টিনার দুর্বল ডিফেন্সের সুযোগ নিতে পারেন ইদিন জেকো। ইউরোপিয়ান বাছই পর্বে এই বসনিয়ান ফরোয়ার্ড ১৪ ম্যাচে ১০ গোল করেছেন এবং অ্যাসিস্ট আছে চারটি। ইউরোপের কোনো ফুটবল তারকারই এরকম রেকর্ড নেই বাছাই পর্বে। সুতরাং আর্জেন্টিনার ডিফেন্স ভুল করলে বিপদে পড়বে। তবে এও ঠিক যে সনিয়া-হার্জেগোভিনা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে আজ। এ সাফল্যের পর খুব বড় চাওয়া তাদের থাকার কথা নয়। যত চাপ তা আর্জেন্টিনারই। ২০ বছর ধরে তারা কিছুই জেতে না। এবার আছে দুর্দান্ত ফরোয়ার্ড লাইন আছে। রিয়াল মাদ্রিদে ডি মারিয়ার অসাধারণ ফর্ম এবং আগুয়েরো-হিগুয়াইনের উপস্থিতি এই দলের মেজাজ বদলে দিবে। সঙ্গে মেসিকে মিলিয়ে তাদের বলা হচ্ছে ‘ফ্যাব ফোর’। এই ফ্যাব ফোরই আবার পারেন ডিফেন্সের দূর্বলতা ঢাকতে। আর্জেন্টাইন কোচেরও ভরসা এটাই। আর্জেন্টিনা কতটা কি করতে পারে এর একটা অনুমান পাওয়া যাবে ভোর ৪টায়। তখনই শুরু মেসি আর আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ