রমনা বোমা হামলার রায় ২৩ জুন

Romna Botamul Attack রমনা-বটমূলে-বোমারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বহুল আলোচিত রমনা বোমা হামলার রায় পিছিয়ে ২৩ জুন নির্ধারণ করেছেন আদালত। রায় তৈরি করতে পারেননি বলে আজ সোমবার জানিয়েছেন বিচারক। গত ২৮ মে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করে দেন। বিচারক রুহুল আমিনের আদালতে এই রায় ঘোষণার কথা ছিল। প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ই এপ্রিল রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। এ হামলার ঘটনায় রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জঙ্গিকে আসামি করা হয়। এদের মধ্যে মুফতি হান্নানসহ নয় আসামি কারাগারে রয়েছেন। আসামি মুফতি হান্নান, আকবর ও আরিফ বোমা হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অভিযোগপত্রভুক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ