মিরপুর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাইলেন সুরঞ্জিত

suronjit sengupto সুরঞ্জিত সেনগুপ্তরিপোর্টার, এবিসি নিউজ বিডি ঢাকাঃ মিরপুরে বিহারি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এ ঘটনার পেছনেও ঘটনা আছে। শোনা যাচ্ছে, এ ঘটনা নিয়ে কিছু ব্যক্তি স্বার্থোদ্ধারের চেষ্টা করছে। তাই অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, আপনারা মিরপুরে হামলার সময়ে নিষ্ক্রিয় অবস্থান করেছেন। আপনারা বলতে পারবেন কী- যে কয়টা ঘটনা ঘটার আগে আপনারা মানুষকে নিরাপদ করতে পেরেছেন? তিনি বলেন, মিরপুরের ঘটনা আমাকে পীড়া দিয়েছে। এর মতো অমানবিক ঘটনা হতে পারে না। আমরা নারায়ণগঞ্জ-ফেনী হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরও গ্রেফতার করেছি। আর এজন্য খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে গডমাদার বলেছেন। কিন্তু খলেদা জিয়া নিজে তো নরহত্যার প্রতিকী পিচাশী। নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার প্রধান আসামি নুর হোসেন কোলকাতায় গ্রেফতার হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোলকাতায় নূর হোসেনের গ্রেফতার। আমাদের প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন নূর হোসেনের গ্রেফতারের বিষয়ে- তা রক্ষা করেছেন তিনি। মিরপুরের হত্যাকাণ্ডে বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব এ ঘটনায় বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখুন। কেননা, তারাই বাংলাদেশে পুড়িয়ে মানুষ মারার সংষ্কৃতি চালু করেছে। যখন আমাদের সরকার এ ধরনের ঘটনা বন্ধে কাজ করে যাচ্ছে, ঠিক তখনই আবারো তারা এধরনের কাজ করে মিরপুরের হত্যাকাণ্ড করল কিনা তা খতিয়ে দেখতে হবে। খালেদা জিয়া হত্যা-সন্ত্রাসের পৃষ্ঠপোষক উল্লেখ করে তিনি বলেন, এক দিকে সরকার হত্যা-সন্ত্রাস বন্ধ করার জন্য কাজ করছে, অন্যদিকে খালেদা জিয়া এসব কাজ যারা করে তাদের সাথে জোট বাঁধছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন- ঢাকা মহানগর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, আওয়ামী লীগ উপ-কমিটির সহ-সম্পাদক আসাদুজ্জামান দুর্জয়, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মিজি প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ