নারায়ণগঞ্জে সংঘর্ষ: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ জেলার রূপগঞ্জে অ্যারন্ড স্টার সুয়েটার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বৃদ্ধি, নিয়মিত ওভারটাইম দেওয়া, বোনাস পরিশোধ করা, শ্রমিক নির্যাতন বন্ধ করা, সরকারি নিয়মানুযায়ী ছুটি দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মালিকপক্ষের লোকজন বাধা দিলে উভয়পক্ষ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। সংঘর্ষের সময় পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে- ইদ্রিস আলী (২২), আমজাদ হোসেন (২৫), কামাল হোসেন (৩৩) আজাদ মিয়া (২৮), আমেনা আক্তার (৪৪), রিয়াদ হোসেন (১৮), শ্রমিক সুজন মিয়া (২৬), বাছেদ আলীকে (৩৪) স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকদের অভিযোগ, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ, নিয়মিত ওভারটাইম ও বোনাস এবং সরকারি নিয়মানুযায়ী ছুটিসহ বিভিন্ন দাবিতে সকালে তারা সড়ক অবরোধ করলে মালিকপক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে শ্রমিকদের ধাওয়া করলে শ্রমিকরাও মালিকপক্ষের লোকজনকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এসময় অন্তত ১০ জন আহত হন। আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন- কারখানার মহা-ব্যবস্থাপক মোস্তফা ও ব্যবস্থাপক রাজিব আহামেদ তাদের পালিত সন্ত্রাসীদের দিয়ে নানা ভাবে শ্রমিকদের উপর নির্যাতন চালায়। এদিকে, কারখানার মহা-ব্যবস্থাপক মোস্তফা মিয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে সব সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।