শাহজালালে ২ কোটি টাকার সোনা উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি দুই’শ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস। যার মূল্য ২ কোটি টাকা। সোমবার সকাল সোয়া ৯টার দিকে আরব আমিরাত এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি বিমানের আসনের (সিট) নিচ এবং শৌচাগারের (টয়লেট) মধ্য থেকে এসব সোনা উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার কামরুল ইসলাম জানান, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিলো বিমানকর্মীদের যোগসাজসে সোনার একটি বড় চালান আসার। বিমানটি এয়ারপোর্টে নামার পরপরই তাতে পাইলটদের সহায়তায় অভিযান চালানো হয়। এসময় একটি সিটের নীচে এবং টয়লেট থেকে বিশেষ কায়দায় লুকানো ৩৬ টি সোনার বার উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।