রিজার্ভ ছাড়ালো ২১শ’ কোটি ডলার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রথমবারের মতো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার একশ কোটি (২১ বিলিয়ন) মার্কিন ডলার ছাড়িয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচলক ও মুখপাত্র মু. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বাধীনতার পর এই প্রথম দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মাহফুজুর রহমান বলেন, আমদানিতে কম প্রবৃদ্ধি, বেসরকারি খাতে বিদেশি ঋণ, রফতানিতে প্রবৃদ্ধি বজায় থাকা, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং বৈদেশিক সাহায্য বাড়ার কারণে রিজার্ভে নতুন রেকর্ড তৈরি হয়েছে। তিনি বলেন, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সূচকগুলো সব ইতিবাচক ধারায় রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে তিনি মনে করেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এর আগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রিজার্ভ ছিল চলতি বছরের ৬ মে, ২০ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে ভারত। তাদের রিজার্ভ স্থিতি ৩১৩ বিলিয়ন ডলার। এরপর পাকিস্তানের ১৩ বিলিয়ন ডলার।