জেলা-উপজেলায় সরকারি কর্তাব্যক্তিরা এখন ঘরজামাই

Abul Moksud আবুল মকসূদরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশিষ্ট গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, জেলা-উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্তাব্যক্তিরা মানুষের নিরাপত্তা বিধান না করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও গডফাদারদের ঘর জামাই হয়ে আছেন। সন্ত্রাসীদের শায়েস্তা করা একদিনের ব্যাপার হলেও তারা এর কিছুই করছেন না। ফলে আমরা সম্প্রতি নারায়ণগঞ্জ, ফেনী ও সবশেষ মীরপুরে দেখেছি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসীদের ওপর হামলায় সরেজমিন পরিদর্শন শেষে ‘নাগরিক প্রতিনিধি দল’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। উল্লেখ্য, গত ৯ মে দিনাজপুরের নবাবগঞ্জের খালিশপুর কাজিপাড়া গ্রামে এ হামলা হয়।এ ঘটনায় ৪ জন আদিবাসী আহত হয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন- ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্জ, বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন- জগন্নাথ বিশ্বাবিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব মীর।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ