শিবির নেতার পা কাটার প্রতিবাদে ৩ জেলায় হরতাল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতা রাসেল আলমের পা কেটে গুলি করে আহত করার প্রতিবাদে ছাত্রশিবিরের ডাকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় অর্ধদিবস হরতাল চলছে। সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা শহীদুল্লাহ কলা ভবনে শিবিরের নবাব আব্দুল লতিফ হল শাখার সেক্রেটারি রাসেল আলমের ওপর হামলা চালিয়ে তার ডান পা কেটে নেয় এবং গুলি করে ফেলে যায়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দেয় ছাত্রশিবির। এদিকে হরতালের শুরুতে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় শিবিরকর্মীরা পিকেটিং করে। সকাল সাড়ে ৬টার দিকে নগরীর অক্ট্রোয় মোড় এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। ঘটনাস্থলে পুলিশ আসলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। সকালে নগরীর দেবিশিংপাড়া এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে শিবির। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। হরতালে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও আন্তঃজেলা রুটের বাস চলাচল করছে। শহরে ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে রাজশাহী থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে যায়। হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভোর থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার তানভীর হায়দার জানান, হরতালের সমর্থনে শিবিরকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় পিকেটিং করার চেষ্টা করলে পুলিশি তৎপরতায় তা ব্যর্থ হয়েছে।