জার্মানির গোল উৎসব, পেপের লালকার্ড

Germany Mular মুলারস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের জন্য এর চেয়ে আদর্শ মঞ্চ আর কি হতে পারত? বিশ্বকাপে আজ শততম ম্যাচ খেলল জার্মানি। টমাস মুলারের হ্যাটট্রিকে উপলক্ষ্যটা ৪-০ গোলের বড় জয়েই স্মরণীয় করল তারা। রোনালদোর পর্তুগালের বিপক্ষে বিরতির সময় তারা এগিয়ে ৩-০ গোলে। টমাস মুলারের হ্যাটট্রিকে শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়ে মাঠ ছাড়ে তারা। পর্তুগালের দু:স্বপ্নের রাত আরও আঁধারে ঢেকেছে পেপের লালকার্ডে। মাথা গরম করে মুলারকে হেডবাট করায় লালকার্ড দেখেছেন পর্তুগালের পেপে। বুঝতেই পারছেন ১০ জন নিয়ে বিরতির পর ৩ গোল ফেরানোটা অসম্ভব ছিল পর্তুগালের। তারপর আবার রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। ইনজুরিমুক্ত হয়ে মাঠে নামলেও ব্যালন ডি অর জয়ী রোনালদো করতে পারেননি কিছুই। ১০ মিনিটে ডি বক্সে মারিও গোটসেকে পর্তুগালের ডিফেন্ডার জোয়াও পেরেইরা ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি, সঙ্গে হলুদ কার্ড। ১২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি টমাস মুলার। ৩২ মিনিটে টনি ক্রসের কর্নার থেকে দূর্দান্ত হেডারে দ্বিতীয় গোল করেন হুমেলস। ৩৭ মিনিটে মুলারকে হেডবাট করলে সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন পেপে। পর্তুগালের হতাশাই বাড়ে তাতে। ১০ জনের পর্তুগালকে পেয়ে বিরতির ঠিক আগে বক্স থেকে নেযা শটে জার্মানির হয়ে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন মুলার।বায়ার্নের এই ফরোয়ার্ড হ্যাটট্রিক পূরণ করেন ৭৮ মিনিটে। শুর্লের ক্রস গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে নেয়া শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মুলার। জার্মানির হয়ে এটা তার প্রথম হ্যাটট্রিক। আর দুই বিশ্বকাপ মিলিয়ে এটা মুলারের ৮ম গোল। যে ফর্মে শুরু করলেন তাতে না গতবারের মত এবারও গোল্ডেন বুট জিতেন মুলার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ