বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে তিনটি চুক্তি

Bangladesh And Combodia Presidentরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষর হয়।

এর আগে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়।

যে তিনটি বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়েছে তার মধ্যে আছে-
এক. দুই দেশের মধ্যে পারষ্পরিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা  চুক্তি। এতে বাংলাদেশের পক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং কম্বোডিয়ার পক্ষে সেক্রেটারি জেনারেল অব কম্বোডিয়ান কাউন্সিল ফর ডেভলাপমেন্ট সক চেন্দা সফেয়া স্বাক্ষর করেন। 

উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং কম্বোডিয়ার সংস্কৃতি মন্ত্রী মিসেস পোয়েরাং সাকোনা স্বাক্ষর করেন।

এছাড়াও দুই দেশের মধ্যে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি জয়েন্ট কমিশন প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে দেশ দুটি।

এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং কম্বোডিয়ার পক্ষে ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী নামহং স্বাক্ষর করেন।

এ তিনটি চুক্তি ছাড়াও কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেছে বাংলাদেশ ও কম্বোডিয়া। 

এতে বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরি এবং কম্বোডিয়ার কৃষি বন ও মৎস্য মন্ত্রী মি. রাবুল স্বাক্ষর করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ